চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনায় উচ্ছ্বাস-আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা
বাতাসের ভেলায় ভেসে আসা শরতের মেঘ সকাল থেকেই ঘিরে রেখেছে সূর্যকে। আধো আলোছায়া ঘেরা এমন সকালে কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বর। রোদ-বৃষ্টির খামখেয়ালিপনার মধ্যেই চুয়াডাঙ্গায় চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
আজ রোববার সকাল ৯টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনার চুয়াডাঙ্গা পর্ব। এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া সাত শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নিতে নিবন্ধন করেছে।
দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখোর’ পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল ৯টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল সাড়ে আটটা থেকেই কৃতী শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে জমায়েত হতে শুরু করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে কেউ কেউ বাবা-মাকেও সঙ্গে নিয়ে এসেছে। ছেলে-মেয়েরা আলাদা আলাদা বুথ থেকে বন্ধুসভার সদস্যদের কাছ থেকে স্নাকস ও ক্রেস্টসহ উপহার বুঝে নেয়। ভেন্যু প্রতিষ্ঠান ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে কৃতীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, কৃতী শিক্ষার্থীরা প্রথম আলোর ফটো বুথ, বিশালাকার স্ট্যান্ড ও মঞ্চের সামনে দাঁড়িয়ে কখনো একা আবার কখনো দলবদ্ধ হয়ে ছবি-সেলফি তুলছে। আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের বিশাল চত্বর ঘুরে ঘুরে দেখছিল। সবার চোখে মুখে খুশির ঝিলিক। মূল অনুষ্ঠান শুরুর আগে কৃতী শিক্ষার্থীরা গান-গল্প–আড্ডায় মেতে ওঠে। প্রথম আলো চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি মো. দেলোয়ার হোসেন মজার মজার প্রশ্ন ও কুইজে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন। শিক্ষার্থীরা এসব প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেয় প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলো। কিশোর আলোর জন্মদিন সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীদের বেশির ভাগই সমস্বরে বলে ওঠে ‘১ অক্টোবর।’
সকাল ৯টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার উপাচার্য মোফাজ্জল হোসেন ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন চুয়াডাঙ্গা বন্ধুসভার সদস্য নুসরাত জাহান। বক্তব্য শেষে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় তারকা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
দিনব্যাপী আয়োজিত এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।
শিক্ষাজীবনে প্রথমবার সংবর্ধনার বিশাল এই আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থীদের অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছে। আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছে মেশকাতুল জান্নাত। সে বলে, ‘কৃতীদের নিয়ে প্রথম আলোর এই আয়োজন আমাদের অনুপ্রেরণা জোগায়।’