রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে নাসরিন আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নাসরিনের সঙ্গে আগুনে দগ্ধ হয়েছিল তাঁর তিন বছরের শিশুসন্তান আবদুল্লাহ আল তায়িফ। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার রাত ১০টার দিকে নন্দনকাননের ৩ নম্বর গলির হোসেন মঞ্জিলে বাইরে থেকে এসে রান্নাঘরে চুলা জ্বালাতে যান নাসরিন আক্তার। এ সময় গ্যাসলাইনে লিকেজের কারণে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে নাসরিন মারাত্মকভাবে দগ্ধ হন। তিনি পানির জন্য দৌড়ে বাথরুমের দিকে ছুটে গেলে তখন তাকে জড়িয়ে ধরে দগ্ধ হয় শিশুসন্তান তায়িফও। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে। অবস্থার অবনতি হলে নাসরিনকে রাতেই ঢাকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘ওই নারীর ৯০ শতাংশ আগুনে পুড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। রাতে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। আজ সকালে তিনি মারা গেছেন বলে খবর পেয়েছি।’