নরসিংদীতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করল ১০ মামলার এক আসামিকে
নরসিংদী শহরের সংগীতা এলাকায় সুমন মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সংগীতা বাজার এলাকায় ওই দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কোপান। পরে রাত দেড়টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়ভাবে ‘কালা সুমন’ নামে পরিচিত সুমন মিয়া নরসিংদী পৌরসভার সংগীতা এলাকার সোবহান মিয়ার ছেলে। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত সুমনের বিরুদ্ধে ১০টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা ঠিক কী কারণে তাঁকে এভাবে হত্যা করল, তা এখনো নিশ্চিত হতে পারেননি কেউ।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন সুমন। বাড়ির কাছাকাছি সংগীতা বাজার এলাকা পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সুমনকে উপর্যুপরি কোপায় তারা। সুমনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাতেই একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহত সুমনের লাশ ময়নাতদন্তের অপেক্ষায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। গতকাল রাত থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। সুমনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, দস্যুতা ও বিস্ফোরক আইনে ১০টি মামলা রয়েছে।