ময়মনসিংহে ময়লার ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ নগরীতে ময়লার ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আজ রোববার দুপুরে নবজাতকের দেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের আকুয়া মোড়ল বাড়ি মসজিদের পাশের মাঠে নবজাতকের মরদেহটি পড়েছিল। আজ দুপুর ১২টার দিকে ওই মাঠে গরু চরাতে যান এক কৃষক। এ সময় ময়লার একটি পলিথিনের ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকায় এগিয়ে গিয়ে নবজাতকের দেহ দেখতে পান ওই কৃষক। পরে জমির মালিক আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় উৎসুক জনতাও ভিড় করেন।
আমিনুল হক বলেন, পলিথিনের ভেতর ময়লা–আবর্জনার সঙ্গে নবজাতকেও ফেলে যায় দুর্বৃত্তরা। ওই অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ময়লা আবর্জনার সঙ্গে পলিথিনের ভেতর নবজাতকের দেহটিও ফেলে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। অর্ধগলিত হয়ে গেছে। তিনি আরও বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।