রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে প্রশাসন ভবনে তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনেছবি: শহীদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ফরিদ উদ্দিন খানসহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

শিক্ষার্থীদের অন্য দুটি দাবি হলো ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং দুজন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে জবাবদিহি ও ব্যাখ্যা করা।

অবস্থানকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে এক সাথে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এমন বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা মানেই অযোগ্যদের সুযোগ করে দেওয়া। এটা জাতির জন্য ক্ষতিকর। পোষ্য কোটা নিয়ে গতকাল প্রশাসন নতুন সিদ্ধান্ত জানিয়েছে। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে মেধাবীদের মুক্তি দিতে হবে।

আন্দোলনকারী কামরুল হাসান বলেন, ‘আমাদের জুলাইয়ের মূল ম্যান্ডেট ছিল কোটা বাতিল। পরবর্তী সময়ে সরকারের বল প্রয়োগে তাদের পতন হয়েছে। এরপর নতুন প্রশাসন ন্যায্যতার ভিত্তিতেই চেয়ারে বসেছে। কিন্তু চার মাস পেরোতেই আমাদের আশা ব্যাহত হয়েছে। আবার কোটার বিরুদ্ধে স্লোগান দিতে হচ্ছে। এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের দাবি, আজকেই এই কোটা বাতিল করে নতুন সিদ্ধান্তে আসতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ফরিদ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ আন্দোলন করতেই পারে। তবে কারও নাগরিক অধিকার ক্ষুণ্ন করে আন্দোলন করাটা মোটেও যৌক্তিক নয়।’

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের বরাদ্দ করা পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত জানায়। এর পরিপ্রেক্ষিতে রাত আটটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজ সকাল ১০টার মধ্যে পোষ্য কোটা পুরোপুরি বাতিল করার সময় বেঁধে দেন এবং দাবি না মানা হলে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নতুন কোনো সিদ্ধান্ত না আসায় আজ সকাল থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।