চট্টগ্রামে চুরির অভিযোগে মারধরে তরুণের মৃত্যু

নিহত ওসমান গনিছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে চুরির অভিযোগে মারধরে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম ওসমান গনি (২০)। তিনি উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রনজু বাপের বাড়ি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

ওসমান গনির মৃত্যুর ঘটনায় তাঁর মা চারজনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিহত ওসমানের বড় ভাই রিদুয়ানুল হক (২৮) ও আহমদ উল্লাহ (২৭) নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে শহীদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তির কিছু স্বর্ণালংকার এবং ৪১ হাজার টাকা চুরি হয়। ওই চুরির ঘটনায় শহীদুল ওসমানকে অভিযুক্ত করেন। পরে ওসমান দায় স্বীকার করে শহীদুলকে চুরি করা স্বর্ণালংকার এবং ১১ হাজার টাকা ফেরত দেন। অবশিষ্ট টাকা এক প্রতিবেশীর কাছে রয়েছে বলে জানান। তবে ওই প্রতিবেশী টাকা ফেরত দেননি। গতকাল রাত ১০টার দিকে বিষয়টি নিয়ে ওসমান গনির সঙ্গে তাঁর বড় ভাই রিদুয়ানের ঝগড়া হয়। একপর্যায়ে রিদুয়ানসহ আরও কয়েকজন প্রতিবেশী ওসমানকে মারধর করেন। মারধরের পর গুরুতর আহত অবস্থায় ওসমানকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।