সিরাজগঞ্জে সাবেক বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন
সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপির সাবেক এক নেতাকে তাঁর বসতঘরের ভেতরে রেখে দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আগুনে ওই বসতঘরের পাশাপাশি আরও একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ঘর দুটির সব আসবাব ও মালামাল। তবে চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে প্রাণে বাঁচতে পেরেছেন ওই বিএনপি নেতা ও তাঁর পরিবার।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নয়ন সরকার ওই এলাকার বাচ্চু সরকারের ছেলে। তিনি সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো নয়ন সরকার পরিবার নিয়ে রাতে ঘুমিয়েছিলেন। এমন সময় কে বা কারা ঘরের বাইরের দরজায় তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের উত্তাপে ঘরের ভেতরে থাকা লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করেন। আগুন লাগে পাশের আরও একটি বসতঘরেও। ঘর দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শিবলু রেজা ওরফে বাবু নামে স্থানীয় একজন মাদক ব্যবসায়ী এই অগ্নিসংযোগ ঘটিয়েছেন বলে দাবি নয়ন সরকারের। আগুনে প্রায় ১৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় অনৈতিক কাজে বাধা দেওয়ায় শত্রুতা করে গভীর রাতে মাদক ব্যবসায়ী শিবলু রেজা আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘরের দরজার বাইরে থেকে তালা থাকায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমরা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করেন।’
কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই বাড়ির দুটি ঘর এবং ঘর দুটির ভেতরে থাকা সবকিছুই পুড়ে গেছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দেবেন, এমনটি জানিয়েছেন। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।