সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় বাসের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা কানাই হাওলাদার (২৮) নামের এক জেলে নিহত হয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় হামিদুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত কানাই হাওলাদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হাওলাদারের ছেলে। নিহত হামিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিড়াটোলা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। হামিদুল সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সহযোগী কোম্পানি ওটিজেতে ইলেকট্রিক্যাল প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কানাই হাওলাদার শনিবার ভোরে পৌর শহরের নিউমার্কেট এলাকার সামনে দিয়ে একটি অটো ভ্যানে করে মাছ ধরার জাল নিয়ে মালশাপাড়ার দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে কানাই হাওলাদারের মৃত্যু হয়। এ সময় ওই ভ্যানে থাকা আরও চার জেলে আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হামিদুল মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি আজ দুপুরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।