চট্টগ্রামে মাঝপথে বন্ধ হলো বসন্তবরণ উৎসব

চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত উৎসব নাচে-গানে মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা। দুই পর্বের অনুষ্ঠানটি প্রথম পর্বের পরই বন্ধ করে দিতে হয় রেলওয়ে কর্তৃপক্ষ বরাদ্দ বাতিল করায়ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলায় বসন্তবরণ উৎসবের সকালের পর্ব শেষ। দুপুরের বিরতি। বিকেলে উৎসবের আরেকটি পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিকেলের পর্ব শুরু হওয়ার আগেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে রেলওয়ে। ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় চট্টগ্রামে বসন্তবরণ উৎসব।

আজ শনিবার সকালে নগরের সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। সিআরবির শিরীষতলা ব্যবহারে রেলওয়ের পূর্বাঞ্চলের অনুমতি নিয়েছিল সংগঠনটি। তবে অনুষ্ঠান চলাকালে সে অনুমতি বাতিল করে রেলওয়ে। সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আয়োজক প্রমা আবৃত্তি সংগঠনের এক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা ১৫ বছর ধরে সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠান করে আসছেন। এবারের মতো পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। সব সময় কোনো ধরনের বাধা-বিঘ্ন ছাড়াই অনুষ্ঠান করেছেন।

প্রমার সংগঠক বলেন, রেলওয়ের অনুমতি নিয়েই বসন্তবরণ উৎসবের আয়োজন করেছিলেন। সব ধরনের প্রস্তুতিও ছিল। সকালের পর্বও যথারীতি অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় দুপুরের বিরতি ছিল। বেলা তিনটায় দ্বিতীয় পর্ব শুরুর সময় ছিল। তবে বেলা একটার দিকে রেলওয়ের পক্ষ থেকে ফোনে অনুষ্ঠান শিরীষতলা ব্যবহারের অনুমতি বাতিলের বিষয়টি জানানো হয়। এরপর তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে আসেন। এর মধ্যে বেলা দুইটার দিকে রেলওয়ের পক্ষ থেকে অনিবার্য কারণবশত শিরীষতলা ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে জানিয়ে একটি চিঠি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে আজ বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন প্রথম আলোকে বলেন, অনুমতি বাতিলের বিষয়টি খোঁজ নিচ্ছেন। তবে পরে মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।