মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে এক ভাইকে কুপিয়ে হত্যা, আহত আরেক ভাই নিখোঁজ
বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। হামলায় আহত হওয়া আরেকজন নিখোঁজ আছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ছবিপুর ও বাটামারা ইউনিয়নের সীমানার চাকলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল ব্যাপারী (৪০) মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তয়কা গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে। নিখোঁজ কামাল ব্যাপারী তাঁর বড় ভাই। কামালের নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে স্থানীয় দাদন হাওলাদার নামের এক ব্যক্তির ভাই আনিস হাওলাদার কয়েক বছর আগে খুন হন। ওই ঘটনায় মামলার আসামি ছিলেন হেলাল ব্যাপারী ও তাঁর বড় ভাই কামাল ব্যাপারী। ওই ঘটনার পর হেলাল ও কামাল দুই ভাই এলাকায় আসতে পারেননি। ১০-১৫ দিন আগে তাঁরা দুই ভাই এলাকায় ফেরেন। এর পর থেকেই উভয় পক্ষে উত্তেজনা চলছিল।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ছবিপুর ও বাটামারা ইউনিয়নের সীমান্তবর্তী চাকলা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হেলাল ব্যাপারীকে প্রতিপক্ষের লোকেরা বেধড়ক কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। তাঁর বড় ভাই কামাল ব্যাপারীও আহত হন। এর পর থেকে কামাল ব্যাপারী নিখোঁজ। এলাকাটি দুর্গম হওয়ায় খবর পাওয়ার পর মুলাদী থানার পুলিশ আজ ভোররাতে ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কান্তি মণ্ডল আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, নিহত হেলাল ব্যাপারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, কামাল ব্যাপারী আহত হওয়ায় অন্য কোনো স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।