মাদকের টাকা না দেওয়ায় মা-বাবাকে কুপিয়ে জখম

কুপিয়ে জখমপ্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মাদকের টাকা না দেওয়ায় গভীর রাতে মা–বাবাকে কুপিয়ে জখম করেছেন আবুল কালাম (৩৬) নামের এক ব্যক্তি। এ ঘটনার পর তাঁকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. আবদুর রহিম (৭০) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (৬০)। তাঁদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদকের জন্য টাকা না দেওয়ার কারণে বাবা-মাকে কুপিয়েছে ছেলে। এ ঘটনায় ছেলেকে আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।