শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ভিডিও দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার নুরুল ইসলামছবি: পুলিশের কাছ থেকে পাওয়া

চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪৫)। এ ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর ভিডিও দেখে অভিযুক্ত নুরুল ইসলামকে আজ শনিবার দুপুরে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটিকে একটি বিপণিকেন্দ্রে রেখে তার ভাই বাসায় গিয়েছিলেন। এ সময় অভিযুক্ত নুরুল ইসলাম শিশুটিকে যৌন হয়রানি করেন। গত কয়েক দিন আগে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। পরে সাতকানিয়া পুলিশের সহযোগিতায় লোহাগাড়া পুলিশের একটি দল তাঁকে আজ গ্রেপ্তার করে নিয়ে আসে।  

ঘটনাটি ১১ মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘটেছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার পর শিশুটির বাবা থানায় মামলা করেন।  

অভিযুক্ত নুরুল ইসলাম দুবাইপ্রবাসী বলে জানা গেছে। একই অপরাধে তিনি দুবাইয়ে তিন মাসের জেল খেটেছিলেন বলে পুলিশ জানায়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার নুরুল ইসলামকে আগামীকাল রোববার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।