আবু সাঈদ হত্যা মামলায় জামালপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাঈদকে হত্যার ঘটনায় করা মামলায় রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে জামালপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান চৌধুরী (আকাশ) ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমরান চৌধুরী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, আবু সাঈদ হত্যা মামলার ৫৮ নম্বর আসামি ইমরান চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এলাকায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ জানুয়ারি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীর নামে, সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।