চকরিয়ায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই দুই শিশু হলো সিকদার পাড়ার বাসিন্দা নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন (৮) ও জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০)। একই ঘটনায় সানজিদার ছোট ভাই আহাদুল ইসলামকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে নেমেছিল। একপর্যায়ে তারা সবাই পানিতে ডুবতে শুরু করে। স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি শুনে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই সানজিদা ও মিফতাহুলের মৃত্যু হয়। আহাদুলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।