পুলিশ দেখে হরিণের মাংস ফেলে পালিয়ে গেলেন পাচারকারীরা

খুলনা জেলার মানচিত্র

খুলনার কয়রায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ছয় কেজি হরিণের মাংস জব্দ করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধের ওপর থেকে এ মাংস জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কয়রা থানা-পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি উদ্ধার করে এর ভেতর থেকে ছয় কেজি হরিণের মাংস পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মাংসগুলো নষ্ট করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম এস দোহা বলেন, হরিণশিকারিদের ধরতে বন বিভাগের পাশাপাশি সুন্দরবনসংলগ্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযান চলছে। হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।