চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে আ.লীগের জয়, একটিতে বিদ্রোহীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই
বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ জয়ী হন।
আজ বুধবার ভোট গণনা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান আসন দুটির ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ আলী (আপেল) পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। এ আসনে ভোট পড়ার হার ৩৪ দশমিক ৭৮।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ এবং ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক ওরফে লিটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এ আসনে নৌকার প্রার্থী আবদুল ওদুদ পেয়েছেন ৫৯ হাজার ৯৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউল হক পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। অর্থাৎ ৩ হাজার ৯৫৮ ভোটের ব্যবধানে আবদুল ওদুদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়ার হার ২৯ দশমিক শূন্য ৮ শতাংশ।