হবিগঞ্জে দুই ইউপি সদস্যের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
হবিগঞ্জের লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক দুই সদস্যের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জহিরুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নারীসহ দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
নিহত জহিরুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মুজিবুর রহমানের পক্ষের লোক বলে জানা গেছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে, ৫ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ১০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার মোড়াকড়ি ইউপির বর্তমান সদস্য হিরা মিয়ার সঙ্গে ইউপির সাবেক সদস্য মুজিবুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ দুপুর ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় জহিরুল ইসলামসহ দুই পক্ষের প্রায় ৪০ জন নারী-পুরুষ আহত হন।
পরে গুরুতর আহত জহিরুল ইসলামকে পাশের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের ঘটনার পর ইউপি সদস্য হিরা মিয়া ও ইউপি সাবেক সদস্য মুজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দুজনের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।