জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে’ দলটিতে যোগ দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন। গতকাল শুক্রবার রাতে তাঁর যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গোয়ালেরচর এলাকার বাসিন্দা মো. আলী হোসেন প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে আছেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ইসলামপুর উপজেলা জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। পরে জামায়াতের পক্ষ থেকে কয়েকটি বই তাঁর হাতে তুলে দেওয়া হয়।
যোগদান বিষয়ে কথা বলার জন্য মো. আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মীর কাছে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমির মাওলানা আবদুস ছাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে মো. আলী হোসেন বিএনপির থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’
জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আলী হোসেনের দল পরিবর্তনের খবর শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। বিএনপি একটি বড় দল। একজন-দুজন অন্য দলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না।’