জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিবদমান দুটি পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি পক্ষের নেতা-কর্মীদের হাতে কাঠের লাঠি দেখা যাচ্ছেছবি: প্রথম আলো

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির একটি পক্ষের দলীয় কার্যালয়ের আসবাব ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুনটে বিবদমান দুটির পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন আজ রোববার বেলা তিনটা থেকে আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত পুনটে ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজার টহল দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়নের বিএনপিতে বিভক্তি আছে। এ কারণে পুনট বাজারে বিএনপির তিনটি দলীয় কার্যালয় আছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকিরের নেতৃত্বে আজ রোববার বেলা তিনটার দিকে পুনট ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ইব্রাহিম ফকির তাঁর অনুগতদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করছেন বলে একটি পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ তোলেন। কমিটি প্রতিহত করার ডাক দিয়ে তাঁরা কালাই উপজেলা সদর থেকে দলবল নিয়ে পুনট বাজারের দিকে রওনা দেন। খবর পেয়ে আগেই পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজারে অবস্থান নেয়। এ সময় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেকার রহমান আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুরো পুনট ইউনিয়নে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারির কারণে বিএনপির ওই পক্ষ পুনট বাজারে যেতে পারেনি। ইব্রাহিম ফকির পুনট বাজারে দ্রুত ওয়ার্ড কমিটি ঘোষণা দেন। এরপর ইব্রাহিম ফকিরের পক্ষের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে পুনট বাজারে অবস্থিত বিএনপির আরেকটি পক্ষের দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই দলীয় কার্যালয়ে পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বসতেন। তিনি কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলমের সমর্থক বলে পরিচিত।

পুনট বাজারে বিএনপির একটি পক্ষের কার্যালয় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়
ছবি: প্রথম আলো

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলা ও ভাঙচুরকারীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল। কয়েকজনের হাতে পেট্রলবোমা দেখা গেছে।

পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির কর্মী সমাবেশের কথা বলে অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের অনুগতদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠনের চক্রান্ত করছিলেন। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা বাধা দিয়েছেন। ইব্রাহিম ফকিরের লোকজন এসে দলীয় কার্যালয়ের আসবাব ভাঙচুর করে আগুন দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম ফকির বলেন, বিকেলে পুনট ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠনের ঘোষণার কথা আগেই জানানো হয়েছিল। একটি পক্ষ কমিটি ঘোষণা বানচাল করতে তৎপরতা শুরু করে। তিনি নয়টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছেন। দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা তিনি জানেন না বলে জানিয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুনট ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলটির নেতা-কর্মীরা দ্বন্দ্বে জড়ান। আইনশৃঙ্খলা রক্ষায় পুনটে পুলিশ আছে। সেনাবাহিনীও টহল দিয়েছে।

ইউএনওর দায়িত্বে থাকা মো. ইফতেকার রহমান বলেন, পুনটে বিএনপির কমিটি গঠন নিয়ে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার বেলা তিনটা থেকে আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত এ আইন বলবৎ থাকবে।