পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে যা হচ্ছে
জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় দায়িত্ব পালন করতে পারছেন না—এমন বক্তব্য দিয়ে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের জায়গায় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় নূরুল ইসলাম এই ঘোষণা দেন। এ সময় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমি মনে করি, জেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনগড়া একটি ঘোষণা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সারা দেশের স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিয়েছেন. তার বিপক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্ধান্ত দিয়েছেন। এটি দলের গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত। এর জন্য আমি মনে করি, কেন্দ্রীয় আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা সম্পূর্ণ হাস্যকর একটি ঘোষণা বলে কেন্দ্র থেকে আমাকে জানানো হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় যে মিটিং হয়েছে, সেখানে আমাকে ডাকা হয়নি।’
মাইকে বক্তব্য দেওয়ার সময় নূরুল ইসলাম বলেন, ‘আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দলের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণ করছেন। এমতাবস্থায় তাঁর পক্ষে দলের দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়। এমতাবস্থায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করবেন।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের যে সভা হয়েছে, সেখানে তাঁকে ডাকা হয়নি। সেখানে যে ঘোষণা দেওয়া হয়েছে তা গঠনতন্ত্র পরিপন্থী। জেলা আওয়ামী লীগ কাউকে সরিয়ে দেওয়া বা দায়িত্ব দেওয়ার বিষয়ে কেন্দ্রকে লিখিতভাবে জানাতে পারে। একক সিদ্ধান্ত দেওয়ার মালিক জেলা আওয়ামী লীগের সভাপতি নন।
যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার ঘোষণার বিষয়ে নূরুল ইসলাম বলেন, এটা তো দলীয় ব্যাপার, মাঠের ব্যাপার নয়। যেহেতু তিনি সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি নৌকার প্রার্থীও না। এ জন্যই এটা করা হয়েছে।
আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নে নূরুল ইসলাম বলেন, যেহেতু নির্বাচনকালে তিনি দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই, সে জন্য পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, দলের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এদিকে দলের সভাপতিকে তো দলের কার্যক্রম চালাতে হবে। সভা ডাকলে সেখানে সঞ্চালক হিসেবে তো সাধারণ সম্পাদক প্রয়োজন। এ জন্যই দলের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়েছেন। এটা সভাপতি হিসেবে তিনি পারবেন।