নোয়াখালীতে ‘চোর সন্দেহে’ তরুণকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ‘চোর সন্দেহে’ এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তাঁর নাম নাসির উদ্দিন ওরফে মাসুদ (২৫)। গতকাল রোববার রাত চারটার দিকে স্থানীয় ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল ৯টার দিকে বেগমগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নাসির উদ্দিন আলাইয়াপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাত তিনটার দিকে ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চোর ঢোকে। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় চোর সন্দেহে নাসিরকে ধরে মারধর শুরু করেন তাঁরা। মারধরের একপর্যায়ে নাসিরের মৃত্যু হয়। পরে ঘটনাটি থানায় জানানো হয়।
নাসির উদ্দিনের চাচা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ভাতিজা কী কারণে ওই বাড়িতে গেছেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। এ ঘটনায় তাঁরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ছয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা সত্য। তবে ওই ব্যক্তি চুরি করতে এসেছিলেন কি না, এ বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। যদি চুরি করতেও গিয়ে থাকেন, তবু এভাবে পিটিয়ে মারার কোনো যুক্তি নেই।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পুলিশ সকালে লাশ উদ্ধার করেছে। তাঁরা বিষয়টি তদন্ত করছেন।