গাইবান্ধায় গ্রেপ্তার–আতঙ্কে নেতা-কর্মীরা বাড়িছাড়া, দাবি বিএনপি নেতার
গাইবান্ধায় পুলিশের সঙ্গে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনায় গ্রেপ্তার–আতঙ্কে গতকাল শুক্রবার রাতে অনেক নেতা-কর্মী তাঁদের বাড়িতে ছিলেন না।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মুঠোফোনে বলেন, গতকালের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। তবে রাতে কাউকে আটক করা হয়নি।
পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল সাড়ে চারটায় গাইবান্ধা সদর থানা বিএনপি শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এটি শহরের পার্ক রোডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ দলীয় কার্যালয় থেকে বিএনপির দুজন এবং বাস টার্মিনাল থেকে একজন আটক করে।
গাইবান্ধা সদর থানা বিএনপির সদস্যসচিব ইলিয়াস হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় বাধা দেয়, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে এবং লাঠিপেটা করে। এ ঘটনায় গ্রেপ্তারের ভয়ে অনেক নেতা-কর্মী বাড়িছাড়া।