যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ওমর ফারুক (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে তাঁকে গুলি করা হয়। ওমর ফারুক ইন্টারনেট সংযোগ সরবরাহের ব্যবসা করেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধের জেরে তাঁকে গুলি করা হয়েছে।

ওমর ফারুকের বাড়ি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে। আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওমর ফারুক জানান, তিনি প্রবাসী ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে নিজ গ্রাম ও পার্শ্ববর্তী চাটখিল উপজেলার খিলপাড়া এলাকায় ইন্টারনেট সংযোগ সরবরাহের ব্যবসা করে আসছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি আরেকটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। গতকাল রাতে তিনি একটি বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে গেলে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁর বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়। ওমর ফারুকের অভিযোগ, ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর গুলি করা হয়েছে।

জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবসা নিয়ে বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটতে পারে। ওসি আরও বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।