সিলেট নগরের ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিলেট নগরের ফুটপাত ও রাস্তা হকারমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়
ছবি : প্রথম আলো

সিলেট নগরের ফুটপাত ও রাস্তা হকারমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেওয়া হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে সিলেটের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সুশীল ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা হকাররা তাঁদের ব্যবসার জন্য সিটি করপোরেশন নির্ধারিত নগরের লালদিঘিরপার এলাকার হকারশেডে না গেলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মহানগর বিএনপির নেতা আবদুল ওয়াহিদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, পরিবহন শ্রমিকনেতা আলী আকবর প্রমুখ।

বক্তারা বলেন, হকারদের জন্য নগরের লালদিঘিরপার এলাকায় সিটি করপোরেশন পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। তবে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই হকাররা ফুটপাত ও রাস্তায় চলে আসেন। নগরের সব কটি ফুটপাত এখন বেদখল হয়ে পড়েছে। এ কারণে হাঁটাচলা করা যায় না, যানজট বেড়েছে। তাই দ্রুততার সঙ্গে হকারদের ফুটপাত থেকে উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে উদ্যোগী হতে হবে।

ফুটপাত বেদখল হওয়ায় নগরের সৌন্দর্যও ম্লান হয়ে গেছে বলে বক্তারা অভিযোগ করেন। বক্তব্যে তাঁরা বলেন, নগরে সংঘটিত চুরি-ছিনতাইয়ে হকারদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। এ কর্মসূচির পর থেকে যদি কোনো হকার ফুটপাতে থাকেন, এর দায় স্থানীয় প্রশাসনকে নিতে হবে। এ শহরকে নোংরা ও অপরিচ্ছন্ন দেখতে চান না নগরবাসী। কারা ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি করছে, সেটাও শনাক্ত করার দাবি কর্মসূচি থেকে জানানো হয়।