আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায়, বাকিদের অবদান অস্বীকার করে: নুরুল হক

পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহ মাঠে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় বক্তব্য দেন নুরুল হক। গতকাল শনিবার সন্ধ্যায়ছবি: প্রথম আলো

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘আমাদের আন্দোলনের ছাত্রনেতাদের মধ্যে গুটি কয়েক নেতা আন্দোলনকে ব্যবহার করে দল করতে চায়, সংগঠন করতে চায়, বাকিদের অবদানকে অস্বীকার করে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারও জন্য ভালো না।’

গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহ মাঠে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় এসব কথা বলেন নুরুল হক।

আওয়ামী লীগের পরিণতির কথা সবাইকে মনে রাখার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন, ‘যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে একটু তাকান। বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ করুন। জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির ৩২ গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তবে এখনো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুশোচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখিনি। এখনো তাদের পৈশাচিক উল্লাস ও তাদের হুমকি চলছে। এখনো স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশন এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছে। অথচ মূল নেতারা সবাই কিন্তু নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে।’ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন ডেভিল হান্ট অভিযানের ঘোষণাকে স্বাগত জানান।

জনসভায় পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।