ঢাকা থেকে গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক এমপি মজিদ হত্যা মামলায় কারাগারে
হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল আলীমের আদালতে মজিদ খানকে হাজির করা হয়। পুলিশ তাঁকে বানিয়াচং থানায় দায়ের করা ৯ জনকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি। পাশাপাশি আসামির পক্ষে কোনো আইনজীবী জামিন চাননি। আদালত খুবই দ্রুত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাতে দিকে রাজধানীর ফার্মগেট থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাঁকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।