শাহ আমানত বিমানবন্দরে মানব পাচারের অভিযোগে একজন গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ইফতেখারুল আলমছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। মানব পাচারের অভিযোগে গতকাল শনিবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইফতেখারুল আলম। তাঁর বাড়ি ফেনীর ফজিলপুরে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-২, জেলা ও দায়রা জজ, কুমিল্লায় একটি মামলা রয়েছে। এ ছাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় তাঁর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ১১ জানুয়ারি একটি মামলা করা হয়। ইফতেখারুল আলম রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ইফতেখারুল আলমের বিরুদ্ধে মামলার এজাহার দাখিল করেছে।