ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান, শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গ্রাফিতির ওপর লেখা হয়েছে এসব স্লোগান। আজ দুপুরে তারাগঞ্জ পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের দেয়ালেছবি: প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর সদ্য স্থগিত হওয়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা। আজ মঙ্গলবার সকালে নালিতাবাড়ী পৌর শহরের থানা–সংলগ্ন কয়েকটি দেয়ালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?’

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়। তবে আজ সকালে এসব গ্রাফিতির ওপর স্লোগান দুটি দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দা হাসান তৌফিক জানান, ‘তাঁরা গ্রাফিতির ওপর “জয় বাংলা” না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যাঁরা এ কাজ করেছেন, তাঁরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ।’
এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন রুহুল সিদ্দিকী নামের আরেক শিক্ষার্থী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।