ফরিদপুরের বোয়ালমারীতে উদ্বোধনের পরদিনই বিএনএমের কার্যালয়ে ভাঙচুর

বিএনএমের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরাছবি: প্রথম আলো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উদ্বোধনের পরদিন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সদরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত সোমবার বিকেলে বিএনএমের চেয়ারম্যান ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর কার্যালয়টির উদ্বোধন করেন।

বিএনএম ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে বিএনএমের কার্যালয়ের সামনে আসে। ওই সময় কার্যালয়ের কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং ভেতরেও কেউ ছিলেন না। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের চেয়ার ও বৈদ্যুতিক পাখা ভাঙচুর করে। ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে এই তাণ্ডব চালানো হয়।

বোয়ালমারী পৌর বিএনএমের সদস্যসচিব আশরাফুল আলম বলেন, হামলা ও ভাঙচুরের সময় কার্যালয়ে কেউ ছিলেন না। তবে কারা এই হামলা চালিয়েছে, তিনি ধারণা করতে পাচ্ছেন না।

বিএনএমের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, বিএনএম নিবন্ধিত রাজনৈতিক দল। এ দেশে গণতন্ত্রকে সুগম করতে প্রতিটি রাজনৈতিক দলেরই সমান সুযোগ থাকা উচিত। কার্যালয় ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদের নবরূপ দেখা গেল।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, দুর্বৃত্তরা যেসব চেয়ার ভাঙচুর করেছে, তার অবশিষ্ট রয়ে গেছে। চেয়ার ভাঙা হলেও কার্যালয় ভাঙা হয়নি। এ ঘটনায় আজ বুধবার বেলা দেড়টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৯ নভেম্বর শাহ মোহাম্মদ আবু জাফর বিএনপি ত্যাগ করে বিএনএমের ভাইস চেয়ারম্যান হন। পরে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পান। বিএনপি ছাড়ার আগপর্যন্ত তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের অফিসে হামলার বিরোধী। যারা এ কাজ করেছে, তারা আমাদের দলের অনুসারী নয়।’