ময়মনসিংহে আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্রদের জয় বেশি, সাতটিতে নতুন মুখ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার সাতটি সংসদীয় আসনে সংসদ সদস্য হিসেবে নতুন মুখ এসেছে। একটি আসনের ফল স্থগিত থাকলেও ওই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। সে হিসেবে জেলার আটটি আসনে নতুন মুখ নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ জেলায় সংসদীয় আসন রয়েছে ১১টি, এর মধ্যে ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন চারটি আসনে। ফলাফল স্থগিত রয়েছে একটি আসনের।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে মাহমুদুল হক (সায়েম), ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোহিত উর রহমান (শান্ত), ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আবদুল মালেক সরকার, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে এ বি এম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মাহমুদ হাসান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এম এ ওয়াহেদ।
প্রথমবারের মতো নির্বাচিত সাতজনের মধ্যে ময়মনসিংহ সদরে মোহিত উর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। বাকিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এর মধ্যে তিনজন উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নেন। তাঁরা হলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক, ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক সরকার ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান (সুমন)। এ ছাড়া ত্রিশাল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করা এ বি এম আনিছুজ্জামান ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নতুন নির্বাচিতদের মধ্যে ময়মনসিংহ-৫ আসনে নজরুল ইসলাম ও ময়মনসিংহ-৮ আসনের মাহমুদ হাসান জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের পরাজিত করেছেন। এ দুটি আসনে নৌকার প্রার্থী ছিল না। তবে দুটি আসনেই আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মী জাপার পক্ষে মাঠে কাজ করেছেন। ময়মনসিংহ সদরে নৌকার প্রার্থী হিসেবে মোহিত রহমান বিজয়ী হয়েছেন। বাকি চারটি আসনে নতুন নির্বাচিত প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করেছেন।
বেসরকারি ফলাফল থেকে আরও জানা যায়, ময়মনসিংহ-২ (ফুলপুর ও তারাকান্দা) আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনেও টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাহমি গোলন্দাজ (বাবেল)। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আনোয়রুল আবেদিন খানকে পরাজিত করেছেন সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে গোলযোগের কারণে ফল স্থগিত রয়েছে। এ কেন্দ্রের ভোট বাদে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সোমনাথ সাহা (স্বতন্ত্র)। এ দুজন এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।