শ্যামনগরে সেলুনে দাড়ি কাটাতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক

আওয়ামী লীগ নেতা সাঈদ মেহেদীছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের একটি সেলুন থেকে তাঁকে আটক করা হয়।

সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাঈদ মেহেদী তাঁর দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁকে (সাঈদ) আটক করে থানায় নিয়ে যায়।

আওয়ামী লীগ নেতা সাঈদ মেহেদী কালীগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে পুলিশের বিশেষ অভিযানে দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন আটক হয়েছেন। আশরাফ ওই এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা সাঈদ মেহেদীকে আটক করা হয়েছে। এ ছাড়া কাশিমাড়ী এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকেও আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।