কুমিরা-গুপ্তছড়া ঘাট নিয়ে দ্বন্দ্ব নিরসন: রাজস্বের ৭০ শতাংশ পাবে বিআইডব্লিউটিএ
অবশেষে নিরসন হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌঘাটের মালিকানা নিয়ে সরকারি দুই সংস্থার দ্বন্দ্ব। এখন থেকে ঘাটের টোল আদায় করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীরা। আদায়কৃত রাজস্বের ৩০ শতাংশ জেলা পরিষদ এবং ৭০ শতাংশ পাবে বিআইডব্লিউটিএ।
গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উভয় সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
এ কে এম আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, কুমিরা-গুপ্তছড়া ঘাটে সন্দ্বীপবাসীর যাতায়াতে হয়রানি বন্ধে নৌপরিবহন মন্ত্রণালয় একটি কমিটি করে দিয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঘাটের একক ইজারা বাতিল করা হয়। ঘাটের দ্বৈত শাসন, দ্বৈত শুল্কায়ন বাতিল করে ব্যবস্থাপনার দায়িত্ব বিআইডব্লিউটিএর কাছে দেওয়া হয়। ফলে এখন থেকে টোলসহ অন্যান্য শুল্ক আদায় করবে বিআইডব্লিউটিএর কর্মচারীরা। এতে যা রাজস্ব আদায় হবে, তার ৩০ শতাংশ জেলা পরিষদকে দেওয়া হবে। বাকি ৭০ শতাংশ তাদের সংস্থার কাছে থাকবে।
বর্তমানে গুপ্তছড়া ঘাটের সঙ্গে বাঁশবাড়িয়া ঘাটের ফেরি চলাচলের অবকাঠামো নির্মাণকাজ চলমান। গত ২৯ ডিসেম্বর ঘাট মালিকানায় দুই কর্তৃপক্ষের দ্বন্দ্বের অবসান না হওয়ায় সেখানে কাজ করতে অসুবিধা হচ্ছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। চিঠিতে জেলা পরিষদের ইজারা বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়।