এ দেশে শান্তি-সম্প্রীতি ভাব নষ্ট হয়েছে, এটা একটা অপপ্রচার: বিএনপি নেতা জি এম সিরাজ
বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজ বলেছেন, ‘যে নিজের ধর্মকে বিশ্বাস করে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদের গুজব ছড়ানো একটা চক্রান্ত। এ দেশে শান্তি-সম্প্রীতি ভাব নষ্ট হয়েছে, এইটা ভুল কথা, এটা একটা অপপ্রচার।’
আজ সোমবার বিকেল চারটার দিকে বগুড়ার ধুনটে পৌর বিএনপি আয়োজিত ‘সম্প্রীতি ও শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জি এম সিরাজ এ কথা বলেন। ধুনট সরকারি নইম উদ্দিন এন ইউ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে এ সমাবেশ হয়। এতে ধুনট পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ অংশ নেন।
সমাবেশে জি এম সিরাজ বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনার পরও এ দেশের মুসলমানেরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এতে ফেল করেছে ভারত ও ইসকন। বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে। এই সম্প্রীতি চিরকাল অটুট থাকবে।
জি এম সিরাজ আরও বলেন, ‘আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশের মানুষকে জিম্মি করে সব অধিকার হরণ করেছিল। স্বৈরাচার থেকে মুক্তি দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮-২০ বছর বয়সী সন্তানেরা। তারা বাংলাদেশকে স্বৈরাচার থেকে মুক্ত করে দিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ আন্দোলনের থেকে শুরু করে ২০২৪–এর গণ–আন্দোলনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আলীমুদ্দিন হারুন। বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার, বগুড়া জেলা আদিবাসী ঐক্য পরিষদের সদস্য স্বপন কনি দাস, ধুনট পৌর বিএনপির সহসভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মখফিজুর রহমান, স্থানীয় বিএনপির নেতা মাহবুবুর রহমান প্রমুখ।