আলীকদমে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজন গ্রেপ্তার
বান্দরবানের আলীকদমে ১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল চারটার দিকে আলীকদম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই কিশোরী গত শুক্রবার ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের হুমকির কারণে কিশোরীর পরিবার মামলা করেনি। আজ কিশোরী নিজে বাদী হয়ে চারজনকে আসামি করে আলীকদম থানায় মামলা করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন আবদুল করিম (১৯), মো. রাসেল (২১), আবদুল মবিন (২০) ও ইকবাল হোসেন (২৪)।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে নদীতে গোসল করে ফেরার পথে চার আসামি তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর মায়ের কাছে বিষয়টি জানায়। অভিযুক্ত ব্যক্তিদের পরিবারকে ঘটনাটি জানালে অভিযুক্ত ব্যক্তিরা প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। এ জন্য আতঙ্কে এত দিন মামলা করতে পারেনি কিশোরীর পরিবার। অভিযুক্ত ব্যক্তিরা ক্রমাগত হুমকি দিতে থাকায় কিশোরী নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় মামলা করেছে বলে এজাহারে জানায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, কিশোরী নিজে বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বলে ওসি জানান। এ ছাড়া কিশোরী নিজেই বাদী হয়ে মামলা করায় আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার প্রয়োজন হবে না।