রাজশাহীতে ছাত্রদল নেতাকে পাওয়া যাচ্ছে না, থানায় পরিবারের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসাইন ওরফে মতিউর রহমানকে (৩০) গত সোমবার রাত থেকে পাওয়া যাচ্ছে না জানিয়ে পরিবার থানায় অভিযোগ করেছে। গতকাল মঙ্গলবার বাঘা থানায় তাঁর বাবা আবদুল খালেক একটি লিখিত অভিযোগ দেন। তাঁর বাড়ি বাঘা উপজেলার মশিদপুর গ্রামে।
শাহাদতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি এলাকায় ব্যবসা করেন। গত শনিবার ব্যবসার কাজে নওগাঁয় গিয়েছিলেন। পরে সেখান থেকে রোববার রাতে বাড়িতে ফেরেন।
সোমবার সন্ধ্যায় বাঘা বাজারে পেঁয়াজ বিক্রির টাকা আনতে যান। সেখান থেকে ৪ লাখ ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। সেই টাকা নিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল ভোরে পরিবারের লোকজন জানতে পারেন, বাড়ির পাশে পদ্মা নদীর চরে একদল মানুষ তাঁকে ধাওয়া করেছে। তাঁর মুঠোফোন বন্ধ। মশিদপুরে রাস্তার ওপর তাঁর গায়ের চাদর ও টর্চলাইট পাওয়া গেছে।
শাহাদতের স্ত্রী স্বপ্না খাতুন বলেন, বিএনপির রাজনীতি করেন বলে এমনিতেই বাড়িতে থাকতে পারেন না তাঁর স্বামী। নানা জায়গায় থাকতে হয় তাঁর স্বামীকে। সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে পদ্মার চরে একদল মানুষ শাহাদতকে ধাওয়া করছিল বলে শাকিল নামের এক প্রতিবেশী জানান। তাই তাঁরা ভয়ে আছেন। তাঁর সঙ্গে এতগুলো টাকা ছিল। তিনি ছিনতাইয়ের শিকার হলেন কি না, বুঝতে পারছেন না; নাকি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও বুঝতে পারছেন না।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, শাহাদত নামের একজনকে পাওয়া যাচ্ছে না—এমন একটি অভিযোগ তাঁরা পেয়েছেন। তাঁরা তদন্ত করে দেখছেন। শাকিল নামের একজনকে থানায় আনা হয়েছে। তাঁর কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।