‘আপনার টাকা পড়ে গেছে’ বলে কাউন্টারে রাখা টাকা নিয়ে চম্পট, অতঃপর...
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সোনালী ব্যাংক শাখায় এক নারীর কাছ থেকে কৌশলে এক লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় আলমগীর শেখ নামের এক চোর আটক হয়েছেন। স্থানীয় লোকজন ওই চোরকে আটক করে সান্তাহার টাউন পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় গতকাল রোববার রাত আটটার দিকে আদমদীঘি থানায় একটি মামলা করা হয়েছে। ওই গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আলমগীর শেখ বগুড়ার চেলোপাড়া মহল্লার সোহরাব শেখের ছেলে।
আলমগীর কাউন্টারের ওপরে রাখা সেলিনার এক লাখ নিয়ে সটকে পড়েন। পরে টাকার বান্ডিল দেখতে না পেয়ে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা সেলিনা পারভীন গতকাল বেলা পৌনে তিনটার দিকে সান্তাহার সোনালী ব্যাংক শাখায় এক লাখ টাকা জমা দিতে যান। টাকা জমা দেওয়ার সময় আলমগীর কাউন্টারের নিচে কয়েকটি এক হাজার টাকার নোট ফেলে রাখেন এবং পরে সেলিনা পারভীনকে বলেন, ‘আপনার টাকা নিচে পড়ে গেছে।’ এ সময় সেলিনা তাঁর টাকার বান্ডিল থেকে ওই সব টাকা পড়ে গেছে মনে করে টাকা তুলতে গেলে সেই ফাঁকে আলমগীর কাউন্টারের ওপরে রাখা সেলিনার এক লাখ নিয়ে সটকে পড়েন। পরে টাকার বান্ডিল দেখতে না পেয়ে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। এ সময় সান্তাহার মহিলা কলেজের তিনজন শিক্ষক ব্যাংকের সিঁড়ি দিয়ে ওপরে আসার সময় চোর তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষকেরা চোরকে অনুসরণ করে পাশের একটি বেসরকারি ব্যাংকের শাখা থেকে আলমগীরকে আটক করেন। এ সময় আরও লোকজন জড়ো হন এবং তাঁরা চুরি হওয়া এক লাখ টাকা উদ্ধার করে চোরকে পুলিশের কাছে সোপর্দ করেন।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলমগীরের বিরুদ্ধে ভুক্তভোগী সেলিনা পারভীনের ভাগনে বাদী হয়ে থানায় মামলা করেন। আজ তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।