শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সাতক্ষীরায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের লেকভিউ রির্সোট চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অংশ নিতে আজ সকাল সোয়া আটটার পর থেকে নিবন্ধিত শিক্ষার্থীরা লেকভিউ রির্সোট চত্বরে আসতে শুরু করে। সকাল ১০টার আগেই চত্বর কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়। বন্ধু-সহপাঠীরা গল্প, আড্ডায় উচ্ছ্বাসে মেতে ওঠে। এতে অংশ নিতে সাতক্ষীরা জেলার জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩৩ কৃতী শিক্ষার্থী নিবন্ধন করছিল।
সকাল ১০টা ১ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য শেখ শরীফ হাসান ও পাঠচক্র সম্পাদক মৌটুসি চ্যাটার্জি।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেয় কৃতী শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার ও তাসনিয়া হামিদ। নৃত্য পরিবেশ করে সাতক্ষীরা দীপালোক একাডেমির শিশুশিল্পীরা। গান নিয়ে আসে বন্ধুসভার সদস্য সোমা রানী। বক্তৃতার ফাঁকে ফাঁকে গান ও নাচ পরিবেশন করে দীপালোক একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করেন চ্যানেল আইয়ের সেরা শিল্পী ইমরান খন্দকার।
কালীগঞ্জ তারালি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নোহিদ নেওয়াজ বলে, জীবনে প্রথম কোনো সংবর্ধনা পেয়ে ভালো লাগছে। কৃতী শিক্ষার্থী নিলয় পাল বলে, নান্দনিক পরিবেশ ও দৃষ্টিনন্দন লেকভিউতে অনুষ্ঠানটি হওয়ায় অন্য রকম মাত্রা পেয়েছে। তারা সবাই খুব আনন্দ করছে।
কৃতী শিক্ষার্থী কলারোয়া উচ্চবালিকা বিদ্যালয়ের থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্রী মমতাহা ইসলাম বলে, ‘সাত দিন ধরে বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। শুক্রবার রাতেও বৃষ্টি হয়েছে। মনে হয়েছিল, জীবনের প্রথম কোনো সংবর্ধনার অনুষ্ঠানে হাজির হতে পরব না, খারাপ লাগছিল। কিন্তু আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে মন ভালো হয়ে গেছে। অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। প্রথম আলো সব দিক থেকে শীর্ষে।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শুভ্র আহমেদ।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪টি জেলায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসব পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।