বেগম রোকেয়া দিবসে পায়রাবন্দে নানা কর্মসূচি, শুরু হতে দেরি হওয়ায় ক্ষোভ
নানা কর্মসূচির মধ্য দিয়ে নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিনকে ঘিরে রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দে পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। রোকেয়ার জন্মভিটা পায়রাবন্দে জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচি শুরু করতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোকেয়া অনুরাগীরা। দূরদূরান্ত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল নিয়ে এলেও অনেকে অপেক্ষা করে ফিরে গেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ সোমবার সকাল নয়টায় মিঠাপুকুরের পায়রাবন্দে জেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন ও মেলার উদ্বোধন হওয়ার কথা। সকাল থেকে রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল নিয়ে আসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু বেলা একটার দিকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম ও জেলা প্রশাসক রবিউল ফয়সালের ফুল দেওয়ায় মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বেগম রোকেয়া তাঁর লেখনী ও কাজ দিয়ে নারীদের বৈষম্য থেকে বের করার জন্য সংগ্রাম করেছেন। চব্বিশের গণ-আন্দোলনেও নারীরা বেগম রোকেয়ার উত্তরসূরি হিসেবে লড়াই-সংগ্রামে যুক্ত ছিলেন।
পায়রাবন্দে প্রথম আলোর সঙ্গে কথা হয় মিঠাপুকুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বিনতে ইসলামের। তিনি বলেন, রোকেয়ার স্বপ্ন, রোকেয়ার চেতনা তাঁকে সব সময় আলোড়িত করে।
উন্নয়ন সংগঠন নিজেরা করির রংপুর অঞ্চল সমন্বয়ক সাইফুন নাহার প্রথম আলোকে বলেন, নারীরা আজও সমাজে চলতে বাধার মুখে পড়ছেন। তবে নারীর স্বাধীনতা, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার কাজ ও কর্ম প্রত্যেক নারীকে প্রেরণা জোগাবে।
সকাল নয়টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বেলা একটায় শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন রোকেয়া অনুরাগীরা। পায়রাবন্দ থেকে দুই কিলোমিটার দূরে বৈরাগীগঞ্জ থেকে একটি কিন্ডারগার্টেন স্কুলের ৪০ শিশু শিক্ষার্থীকে নিয়ে সকাল সাতটার দিকে এসেছিলেন মেহেরিন আক্তার ও জান্নাতুন ফেরদৌস। কিন্তু দুপুর ১২টা পার হলেও রোকেয়া স্মৃতিস্তম্ভে ফুল দিতে না পেরে শিক্ষার্থীদের নিয়ে ফিরে যান তাঁরা।
জান্নাতুন ফেরদৌস প্রথম আলোকে বলেন, শিশুরা সকাল সাতটায় এসেছে। ফুল নিয়ে দাঁড়িয়ে ছিল। দুপুর হওয়ায় ওরা ক্ষুধার্ত হয়ে পড়ে। তাই তারা ফিরে যাচ্ছে।
জানতে চাইলে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের একটি অনুষ্ঠানে থাকায় তাঁর আসতে দেরি হয়েছে। এ জন্য দুঃখপ্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া উন্মুক্ত। যে কেউ যেকোনো সময়ে শ্রদ্ধা জানাতে পারবেন। শিক্ষার্থীরা কেন ফিরে গেছেন তা খতিয়ে দেখা হবে।
বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সাল থেকে পায়রাবন্দে জাতীয়ভাবে রোকেয়া দিবস উদ্যাপন করা হচ্ছে। কখনো এ রকম বিলম্ব হয়নি। এটা একেবারেই অনুচিত।