গাজীপুরে অবরোধ সমর্থনে বিক্ষোভ-ভাঙচুর, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিকেটিং করার সময় যুবদলের তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এদিকে গতকাল বুধবার রাতে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, অবরোধ সমর্থনে আজ সকালে গাজীপুর নগরের ভোগড়া বাইপাস এলাকায় যানবাহন চলাচলের বাধা দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বেশ কিছু গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবদলের তিনজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার তিনজন হলেন যুবদল নেতা নাজমুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (৩১) ও রমজান আলাকে (৩৪)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তবে তাঁরা দলের কোন পদে আছেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বিক্ষোভ মিছিল করার সময় নেতা-কর্মীরা ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর করেছেন বলে জানিয়েছেন গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়সির আরাফাত হোসেন। সেই সঙ্গে নাশকতার মামলায় যুবদলের তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিকে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাতে বিএনপি ও সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে আজ জেলা কারাগারে পাঠানো হবে।