মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ডাকাত সন্দেহে চারজনকে পিটুনি

ডাকাতিপ্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ‘ডাকাত’ সন্দেহে চার ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের আটক করে হাসপাতালে নিয়ে যায়। আজ রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁদের নাম-পরিচয় জানতে চান। তাঁদের কথায় অসংগতি ছিল। একপর্যায়ে ওই চারজনের একজন হঠাৎ ছুরি বের করে স্থানীয় এক ব্যক্তিকে আঘাতের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তখন আশপাশের মানুষ জড়ো হতে থাকেন। উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ আহত ওই চার ব্যক্তিকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আটক চারজন হলেন বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), একই এলাকার নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) ও নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, একটা অ্যাম্বুলেন্সে করে ওই চারজন পাচ্চর গোলচত্বরে নেমে আশপাশে ঘোরাঘুরি করছিলেন। ওই চারজনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একজন ছুরি দিয়ে আঘাত করেন। তখন ওই চারজনকে আটক করা হয়। অ্যাম্বুলেন্সটি নিয়ে তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আজ ভোরে পাচ্চর গোলচত্বর এলাকায় ‘ডাকাত’ সন্দেহে স্থানীয় লোকজন চার ব্যক্তিকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে পুলিশি হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।