ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযানে আটক হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর আব্দুল হান্নান। সোমবার দুপুরে
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজমীর শরীফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক কর্মকর্তা আজমীর শরীফ মারজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুদক সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী আব্দুল হামিদ সম্প্রতি অবসরে যান। অবসরকালীন ভাতার জন্য গত ৫ ফেব্রুয়ারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে আবেদন করেন তিনি। আবেদনের কাগজপত্র যাচাই–বাছাই করে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। পরে ভাতা পেতে হামিদ কয়েক দফা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করেন। ওই কার্যালয়ের কর্মকর্তারা তাঁর আবেদনটি নিষ্পত্তি না করে তাঁকে ঘোরাতে থাকেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার উপস্থিতিতে আব্দুল হান্নান দেনদরবার করেন। সে সময় তাঁরা হামিদকে বলেন, ৩০ হাজার টাকা দিলে তাঁরা এলপিসি (প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়নপত্র) প্রদান করবেন। এটা নিয়ে দর–কষাকষির পর ২২ হাজার টাকার বিনিময়ে হামিদের এলপিসি প্রদানে সমঝোতা হয়। সমঝোতার পর হামিদ আব্দুল হান্নানকে ১৭ হাজার টাকা দেন। কিন্তু এরপরও হিসাবরক্ষণ কার্যালয় সেই কাজটি সম্পন্ন করেনি। যোগাযোগ করলে হামিদকে জানানো হয়, বাকি ৫ হাজার টাকা না দিলে তাঁরা কাজটি করবেন না। এরপর ১৩ মার্চ এ বিষয়ে দুদকে অভিযোগ করেন হামিদ।

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে আজ দুপুরে একটি ফাঁদ পেতে হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালানো হয়। দুদকের লোকজন ছদ্মবেশে সেখানে অবস্থান নেন। হামিদ বাকি ৫ হাজার টাকা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামানের কাছে দেন। পরে তিনি টাকাটি আব্দুল হান্নানকে দিয়ে দেন। এ সময় ছদ্মবেশে থাকা দুদকের লোকজনকে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে হাতেনাতে আটক করেন। তাঁদের কাছ থেকে ঘুষের ৫ হাজার টাকা জব্দ করা হয়।  

এ বিষয়ে আজমীর শরীফ মারজী বলেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান ও অডিটর আব্দুল হান্নান এ ঘটনায় দুদকের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।