বরগুনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

বরগুনার বেতাগীতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় আটক অভিযুক্ত হাসান শিকদার
ছবি: সংগৃহীত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনার বেতাগীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) কুপিয়ে গুরুতর জখম করেছে এক বখাটে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হাসান সিকদারকে (২২) আটক করেছে বেতাগী থানা-পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসান শিকদার দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। দুই দিন আগে তিনি ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। কিশোরী প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে বখাটে হাসান তাকে উত্ত্যক্ত করা শুরু করেন। উত্ত্যক্তের বিষয়টি ওই কিশোরী হাসানের পরিবারের সদস্যদের জানায়। এতে হাসান ওই কিশোরীর ওপর ক্ষিপ্ত হয়ে আজ বেলা আড়াইটার দিকে দা নিয়ে তাঁর ওপর হামলা করেন। এতে ওই কিশোরীর বাঁ হাতের দুটি আঙুল ও ডান কবজির ওপরের অংশ গুরুতর জখম হয়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় কাটার দাগ রয়েছে। খবর পেয়ে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করে।

পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টিফিনের টাইম চলছিল স্কুলে। এমন সময় বিদ্যালয়ের সীমানার ভেতরে ঢুকে বখাটে হাসান শিকদার আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীকে দা দিয়ে কোপাতে থাকেন। বিষয়টি দেখে আমরা তাকে রক্ষায় দৌড়ে আসি। ততক্ষণে হাসান আমাদের ছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে চলে যান। দীর্ঘদিন ধরে এই বখাটে এই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিলেন।’

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রীর ওপর হামলার পর অভিযুক্ত হাসান শিকদারকে বেতাগী থানা-পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।