ফরিদপুরে তিন গুণীজন পেলেন হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার
কীর্তিমান কথাসাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, দার্শনিক ও ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ূন কবিরের (১৯০৬-১৯৬৯) নামে তাঁর জন্মস্থান ফরিদপুরে এই প্রথম একটি সাহিত্য পুরস্কার চালু করা হয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদ নামে একটি প্রতিষ্ঠান চলতি বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করেছে। এ বছর তিনজন গুণীকে ‘হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার-২০২৫’ নামে এ পুরস্কার দিচ্ছে প্রতিষ্ঠানটি। পুরস্কারপ্রাপ্ত এই তিনজন হলেন ইতিহাস গবেষণায় মোহাম্মদ আলী খান, কথাসাহিত্যে তাপস কুমার দত্ত এবং সাংবাদিকতায় সাদিয়া মাহ্জাবীন ইমাম।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ। সম্মানিত অতিথির বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান মোল্লা ও পুলিশ সুপার আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম।
প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমেদ হুমায়ূন কবিরের বর্ণাঢ্য জীবন সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, হুমায়ূন কবির ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, ইতিহাস ও অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন, যা উপমহাদেশে প্রথম ছিল। পাশাপাশি তিনি প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন।
দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘আমাদের বাঙালির ঐতিহ্যের ইতিহাসকে যাঁরা সমৃদ্ধ করেছেন, তাঁদের আমরা জনসমক্ষে, আমাদের রাষ্ট্র পরিচালনায় দেখি না। ফরিদপুর সাহিত্য পরিষদ যেটি করেছে, সেই ধারাকে আবার পুনরুজ্জীবিত করবে। বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। কাজেই আমাদের যার যতটুকু শক্তি আছে, ভালো কাজের সঙ্গে থাকব।’
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তিনজনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ তথ্যচিত্র তিনটি নির্মাণ করেছেন কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত তাপস কুমার দত্ত। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তিন গুণী তাঁদের অনুভূতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দেন। পুরস্কার পেয়ে সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম বলেন, ‘নিজের শহর থেকে পুরস্কার পেয়ে আনন্দিত। অন্যান্য পুরস্কারের তুলনায় এতগুলো স্বজনের মধ্যে পুরস্কার পাওয়া আমার জন্য সারা জীবনের গর্ব।’
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর সাহিত্য পরিষদ এ বছর প্রথম কবি হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার প্রবর্তন করল। আমরা চাইছি এ পুরস্কার প্রতিবছর দিতে। প্রথমবার বলে এবারের আয়োজনে কিছু ভুলত্রুটি থাকতে পারে। এবারের আয়োজনের অভিজ্ঞতার আলোকে আগামী বছর থেকে সমগ্র উদ্যোগকে ঢেলে সাজানো হবে।’