ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন, পথে গাড়ির ধাক্কায় মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঈদের বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না মাইদুল ইসলামের (৩৫)। বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের ধাক্কায় বাড়ির অদূরেই প্রাণ হারালেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে।

নিহত মাইদুল ইসলাম লালপুরের চামটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।

লালপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল বিকেলে প্রতিবেশী সবুজ আলীর সঙ্গে মোটরসাইকেলে আড়মবাড়িয়া বাজারে ঈদের কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে তাঁরা সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাইভেট কার তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা মোটরসাইকেলসহ সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

আহত সবুজ আলী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। ওই হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ালিউজ্জামান বলেন, মাইদুল মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে তিনি শুনেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মোটরসাইকেলকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেওয়ায় মাইদুল ইসলামের মৃত্যু হয়েছে, অন্যজন চিকিৎসাধীন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।