শ্রীপুরে প্রভাতফেরির পর লাথি দিয়ে শহীদ মিনার ভাঙার ভিডিও ভাইরাল
গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার উপর্যুপরি লাথি দিয়ে ভাঙার ঘটনা ঘটেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘটা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম গাজীপুর মডেল পাবলিক স্কুল। এটি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে অবস্থিত। ২১ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাতফেরি শেষে সকাল ৯টার দিকে বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী এ ঘটনা ঘটায়। অভিযুক্ত দুজন ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তারা একই গ্রামের বাসিন্দা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কুলড্রেস পরা ওই দুই শিক্ষার্থী মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। একপর্যায়ে তারা দুজন একসঙ্গে দৌড়ে এসে অস্থায়ীভাবে কলাগাছের তৈরি শহীদ মিনারে লাথি দিতে থাকে। কয়েক দফা লাথিতে শহীদ মিনারের কয়েকটি স্তম্ভ প্রায় হেলে পড়ে। এই দৃশ্য পাশ থেকে মুঠোফোনে ধারণা করে অপর এক শিক্ষার্থী।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এই ঘটনায় ব্যথিত হয়েছি। তারা (দুই শিক্ষার্থী) দাবি করছে, হাসিঠাট্টার ছলে এমনটা করেছে। কিন্তু বিষয়টি এত সহজ নয়। বাঙালির আবেগ-অনুভূতিতে আঘাত লেগেছে। তারা আমাদের চেতনার জায়গায় হাত দিয়েছে। আমরা ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আমরা এ ঘটনায় ব্যবস্থা নেব।’
অভিযুক্ত দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ওই ঘটনায় সংশ্লিষ্ট দুই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের ডেকেছি। তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’