শ্রীপুরে আ.লীগ-বিক্ষোভকারী সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত
গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একজন নিহত হয়েছেন। রোববার রাত ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. তোফাজ্জল হোসেন (২২)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামের আবদুর রশিদের ছেলে। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, তোফাজ্জল শ্রীপুরের নগরহাওলা গ্রামে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে রাত পৌনে ১১টায় তোফাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মরদেহ হাসপাতালে আছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ছাড়া রোববার ওই হাসপাতালে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৭ জন। তাঁদের মধ্যে কয়েকজন এখনো হাসপতালে ভর্তি আছেন।
আতিকুর বলেন, তোফাজ্জল কাজ শেষে রাত ৯টায় বাসায় ফিরছিলেন। তখন জৈনাবাজার এলাকায় বিক্ষোভকারী ও স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সংঘর্ষের মধ্যে পড়ে যান তোফাজ্জল।
আতিকুর আরও বলেন, সংঘর্ষে জড়ানো লোকজন অন্যত্র চলে যাওয়ার পর রাস্তায় ওপর তোফাজ্জলকে পড়ে থাকতে দেখা গেছে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, তোফাজ্জল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।