যমুনার চরের গো-বাথান থেকে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরের একটি গো-বাথান থেকে ইউসুফ আলী ওরফে স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার তেকানির চরে গো-বাথানের একটি ঘরে মরদেহটি পাওয়া যায়।
মারা যাওয়া ইউসুফ আলী উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইউসুফ আলী কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের তেকানি চরে তাঁর বন্ধু সারজিল সম্পদের বাথানে থেকে গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনা করতেন। তিনি সেখানে একাই থাকতেন। তবে সাধারণত সপ্তাহের প্রতি বুধবার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে দিয়ে আবার বাথানে চলে যেতেন। কিন্তু গত বুধবার তিনি বাড়িতে যাননি, তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও ওই দিন থেকে বন্ধ ছিল। যে কারণে বুধবারের পর থেকে তাঁর সঙ্গে বাথানের মালিকসহ ইউসুফের পরিবারের কারও সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
স্থানীয় লোকজন শুক্রবার সকালে বাথানে গিয়ে ঘরের মধ্যে গলিত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইউসুফ আলীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে শুক্রবার বিকেলে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বলেও জানান ওসি।