সোনারগাঁয়ে বাসের ধাক্কায় শিশুর পর আহত বৃদ্ধারও মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধা ও এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়ায় ঠেঙ্গারচর এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (৬৫) ও দড়িকান্দি মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জাওয়াদ (৬)। আনোয়ারা বেগম জহিরুলের নানিশাশুড়ি।
নিহত জাওয়াদের প্রতিবেশী মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকালে আনোয়ারা বেগমের সঙ্গে জাওয়াদ তার নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। দড়িকান্দি এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ বিকেলে মারা যান তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নওফেল বিন আলম প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করে ভাঙচুর করেছেন। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিকেল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি।