ময়মনসিংহে ১৫ আগস্ট পালনের আহ্বান জানিয়ে সদ্য সাবেক সংসদ সদস্যের স্ট্যাটাস
ময়মনসিংহে দলের নেতা–কর্মীদের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান (শান্ত)। ময়মনসিংহ–৪ (সদর) আসনের সদ্য সাবেক এই সংসদ সদস্য আজ সোমবার দুপুরের দিকে এই স্ট্যাটাস দেন।
৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর মোহিত উর রহমানের শহরের নাটকঘর লেনের বাসা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর পর থেকে সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব রয়েছেন।
স্ট্যাটাসের বিষয়ে কথা বলতে তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
আওয়ামী লীগ নেতা মোহিত উর রহমান নিজের স্ট্যাটাসে লেখেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির শ্রেষ্ঠ শিক্ষক, ২০০ বছরের আরাধ্য স্বাধীনতার জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত প্রতিটা ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় তা পালন করার জন্য আহ্বান করা হলো। অনুষ্ঠানসূচির মধ্যে অবশ্যই বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।’
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিকেলে ময়মনসিংহ নগরের শিববাড়ি রোডে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া শহরের পাটগুদাম ব্রিজ মোড়ের বিজয় চত্বরের বঙ্গবন্ধুর ভাস্কর্য, সার্কিট হাউস–সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুকেও এলাকায় দেখা যাচ্ছে না। তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।