নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না: পরিকল্পনামন্ত্রী
ভোটে নয়, বিএনপি অন্যভাবে সরকারকে তাড়িয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বিএনপি আসলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বস্তিবোধ করে না। তারা আগেই বলেছিল তফসিল প্রত্যাখ্যান করবে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। বেলা ১১টায় উপজেলার পাগলাবাজার এলাকায় এই মিছিল হয়। শান্তিগঞ্জ পরিকল্পনামন্ত্রীর নিজের এলাকা।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, বিএনপির এমন আচরণ নতুন নয়। তারা নির্বাচন চায় না। তবে নির্বাচন অবশ্যই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এক প্রশ্নের জবাবে নিজের প্রার্থিতার বিষয়ে এম এ মান্নান বলেন, ‘আমি সুস্থ, আমি নির্বাচনের জন্য রেডি। আশা করি দল আমার প্রার্থিতার বিষয়টি বিবেচনা করবে। আমি ভাটি এলাকার মানুষ। আমার অগ্রাধিকার মানুষের জন্য কাজ করা। সড়ক, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো আমাদের আরও প্রয়োজন।’
বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ আছে কি না, জানতে চাইলে এম এ মান্নান বলেন, ‘এ বিষয়টি আমি বুঝতে পারছি না। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার দলের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যরা আছেন, তাঁরা সেটি নির্ধারণ করবেন।’
নিজের এলাকায় আওয়ামী লীগের ভেতরে দ্বন্দ্ব-কোন্দলের বিষয়ে এম এ মান্নান বলেন, দলে এসব থাকতে পারে। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। মনোনয়ন ঘোষণার পর সব মিটে যাবে। সবাই নৌকার পক্ষে মাঠে থাকবে। নৌকাকে জয়ী করতেই হবে।